DBBL Nexus Pay কি? কীভাবে ব্যাবহার করবেন? A to Z গাইড লাইন


PTC sites

আসসালামু আলাইকুম, আজকের এই টিউনে আপনি জানতে পাড়বেন DBBL Nexus Pay কি? NexusPay এর সুবিধা কি? NexusPay App কিভাবে ব্যাবহার করবেন? কিভাবে Nexus Pay তে অ্যাকাউন্ট খুলবেন? কিভাবে কার্ড বা রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন? কিভাবে মোবাইলে টপ আপ করবেন? কিভাবে টাকা সেন্ড ও রিছিভ করবেন? কিভাবে ক্যাশ আউট করবেন? কিভাবে Nexus-Pay দিয়ে Online Shopping Website পেমেন্ট করবেন? কিভাবে Dutch Bangla Bank Android App Nexus Pay এর সাথে অন্য ব্যাংকের কার্ড অ্যাড করবেন? A to Z গাইড লাইন।

Nexus Pay কি?

NexusPay হল Dutch Bangla Bank Limited (DBBL) এর একটি সার্ভিস, যেখানে শুধু ডিবিবিএল'ই নয় সকল ব্যাংক এর সকল কার্ড এর সকল সার্ভিস এই NexusPay App উপভোগ করতে পারবেন। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন কেনাকাটা, যে কোন বিল পরিশোধ, ATM উত্তলন এক কথায় বলতে গেলে ব্যাংকিং জগতের সকল কিছু করতে পাড়বেন এই আপে।

Nexus Pay Android Application এই Application এর মাধ্যমে বৈধ সব কার্ড ব্যবহার করতে পারবেন অনলাইনে। এর জন্য কোনো টাকা খরচ করতে হবেনা। আরো একটু বুঝিয়ে বলতে গেলে, বিষয়টা এমন আপনার একটি মাষ্টার কার্ড আছে আপনি Nexus Pay তে সেই কার্ডটি ডাউনলোড করে বা ইনিস্টল করে সব খানে ব্যবহার করতে পারবেন। শুধু মাস্টার কার্ড-ই নয় যে কোনো ব্যাংক এর কার্ড ডাউনলোড করে ব্যবহার করার বিশেষ সুবিধা রয়েছে।

NexusPay এর সুবিধা ও সার্ভিস

  • এখন পর্যন্ত ১০.০০০ এর বেশি Shopping Website এ Nexus Pay থেকে পেমেন্ট গ্রহন করে।
  • যে কোন বিল পরিশোধ
  • আপনার একাধিক কার্ড থাকলে এখানে ডাউনলোড করে যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।
  • ব্যাংক ট্রান্সফার
  • রকেট কার্ড এর সাথে Loyalty Points Card program যা আপনাকে দিবে ৫০% ক্যাসব্যাক
  • কার্ড ছাড়া ATM এ ক্যাসআউট
  • যে কাউকে টাকা সেন্ড করুন কোনো চার্জ ছাড়া
  • ক্যাশ আউট
  • ১০মিনিটের জন্য অনলাইন কার্ড নাম্বার তৈরি
  • মোবাইল রিচার্জ ৫% ক্যাসব্যাক
  • Money Receive করুন NFC, Card Number, Phone, QR, Rocket Number
  • কোথাও কেনাকাটা করলে পাচ্ছেন আকর্ষনীয় অফার ও ছাড়
  • সকল ব্যাংক এর কার্ড ব্যাবহার করতে পারবেন
  • যে নাম্বার NexusPay রেজিস্টার করবেন সেটি রেফার হিসাবে ব্যবহার করে কেউ একাউন্ট ৫০ টাকা বোনাস
  • Cradit, Drabit, Visa, Mastercard Supported
  • ডাচ্-বাংলার জন্য লেনদেনের তালিকা দেখার সুবিধা
  • Agent Banking বা Rocket এর সকল সার্ভিস উপভোগ
  • DBBL কার্ড বন্ধ করে রাখার সুবিধা
  • আরো অনেক

কিভাবে ইন্সটল করবেন ও অ্যাকাউন্ট খুলবেন

প্রথমে আপনি গুগুল প্লে ষ্টোর এ যান Nexus pay লিখে র্চাস করেন তারপর অ্যাপ্স টা ইন্সটল দিন এরপর ওপেন করুন। ইন্সটল করতে এখানে ক্লিক করুন

যদি গুগুল প্লে ষ্টোর থেকে ইন্সটল না করতে পারেন তাহলে ওয়েব সাইট থেকে ডাইনলোড করুন

ওপেন করার পরে রেজিস্টার ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার দিন এবং নিজের ইচ্ছা মত একটা Nexus Pin দিন।

এর পর আপনার নাম ইমেইল ও রেফার মোবাইল (01722171624) নাম্বার দিতে হবে।

নেক্সট এস্টেপ এ আপনার মোবাইলে একটি কোড আসবে কোড টি দিলে আপনার অ্যাকাউন্ট এ ঢুকে পরবেন।

কিভাবে ইন্সটল করবেন ও অ্যাকাউন্ট খুলবেন, রকেট অ্যাড করবেন, মোবাইল রিচার্জ ও অনলাইন কেনাকাটা করবেন A to Z গাইড লাইন। ভিডিওটি দেখুন


কিভাবে Nexus Pay সাথে Rocket অ্যাকাউন্ট বা কার্ড অ্যাড করবেন

  • Rocket বা যে কোন কার্ড অ্যাকাউন্ট অ্যাড করতে প্রথমে মেনু থেকে থেকে “Add Cards” অপশন টি সিলেক্ট করুন

Add Rocket or Card in NexusPay App
  • "Select a Card to Download" লিস্ট থেকে সিলেক্ট করুন, আপনি যদি ডিবিবিএল এর কার্ড অ্যাড করতে চান তাহলে "Nexus Debit Card" আর যদি Mastercard বা Visa Card অ্যাড করতে চান তাহলে "Nexus Credit Card" আর যদি Dutch Bangla Bank এর Rocket অ্যাড করতে চান তাহলে "Rocket" অথবা বাংলাদেশের অনন্য অনন্য ব্যাংক এর কার্ড অ্যাড করতে চান তাহলে "Other Bank Debit/Credit Card" অপশন সিলেক্ট করুন।

Nexus Pay Add Card Rocket Other Bank
  • আমি Rocket সিলেক্ট করে নেক্সট এ এসেছি , নিচের পিকচার টি খেয়াল করুন বাম পাশে রকেট আর ডান পাশে কার্ড এর কি কি ইনফর্মেশন দিতে হবে তা শো করছে। এরপর "PROCEED" ক্লিক করে সব ইনফর্মেশন দিতে হবে।

How to Create Nexus Pay Account - How to Download Nexus Pay App

Rocket সব তথ্য সঠিক ভাবে দেয়ার পর আপনার রকেট নম্বর এ একটি ভেরিফিকেশন কোড আসবে যেটা ইনপুট দিলেই আপনি একটি ভার্চুয়াল কার্ড পাবেন। সেই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি যেকোন রকেট নম্বরে/ব্যাংক একাউন্টে টাকা পাঠানো, টাকা রিচার্জ, রকেট ব্যালেন্স চেক সহ আরো অনেক কাজ করতে পারবেন।

কার্ড এর ক্ষাত্রে আপনি যে নম্বর থেকে একাউন্ট খুলেছেন সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা দিলেই আপনার Nexus virtual card রেডি হয়ে যাবে। এই কার্ড দিয়ে আপনি এই অ্যাপ এড করা থাকা অন্য যেকোন কার্ডেই টাকা পাঠাতে পারবেন 2FA ছাড়াই, তাছাড়া ফোনে রিচার্জ, ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স ও চেক করতে পারবেন এখান থেকেই।

সবকিছু ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন

প্রতি রেফারেলের জন্য প্রত্যেকে পাবেন ৫০ টাকা

প্রত্যেক রেফারেলের জন্য আপনি 50 টাকা বোনাস পাবেন! আপনি যখন কাউকে রেফার করবেন তখন নিশ্চিত করুন যে আপনার ফোন নাম্বারটি প্রবেশ করা হয়েছে (রেফারেল ফোন ফিল্ডে)। যদি আপনি নুতুন রেজিস্টার করেন তাহলে আমার রেফারেল নাম্বার ব্যাবহার করেন তাতে আপনার কোন ক্ষতি বা লস হবে না।

আমার রেফারেল নাম্বার 01722171624 রেফারেল বোনাস এক সপ্তাহের মধ্যে আপনার একাউন্টে স্থানান্তর করা হবে। আপনার সকল বন্ধু ও পরিবারকে রেফার করুন এবং প্রত্যেক সাইন-আপের জন্য আপনি 50 টাকা পাবেন!

নেক্সাস Pay থেকে ২৫,০০০ টাকা বোনাস

ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে রকেট অ্যাকাউন্ট থেকে ২৫,০০০ টাকা পাবেন যদি আপনার অন্য অ্যাকাউন্ট থেকে ১,০০,০০০ টাকা ডিপোজিট করলে।

২৫,০০০ হাজার টাকাতো পাবেন কিন্তু আপনি সেই ২৫,০০০ হাজার টাকা আপনি কেশআউট করতে পারবেন না। আপনি এই টাকা দিয়ে শুধু ফ্রেজিলোড এবং অনলাইন থেকে কেনা কাটা করতে পারবেন। আবার আপনার সেই এক লক্ষ টাকাও কিন্তু আর তুলতে পারবেন না!

কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কল দিবেন 01722171624

কিভাবে নিশ্চিত হবেন এটা নিরাপদ কিনা?

অনেকেই হয়তো ভাবতেছেন এটা ধান্দাবাজি করার জন্য হয়তো কেউ তৈরি করেছে।এমনটা আমার ও মনে হয়েছিল যে এটা ডাচ্-বাংলার নিজের App কিনা, ব্যবহার নিরাপদ কি না। আপনার এসকল সমস্যার সহজেই সমাধান মিলবে যদি আপনি ডাচ্-বাংলা ব্যাংকের হেড অফিস বা হেল্প লাইনে কল করেন।হেল্পডেস্ক নাম্বার - ১৬২১৬।

কোনো সমস্যা হলে WhatsApp এ যোগাযোগ করুন 01796956225

অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।



Catagory


Recent Posts



Popular Posts